২৫ বছর আগে হারিয়ে যাওয়া এক ব্যক্তি গুগল আর্থের মাধ্যমে তার জন্মদাত্রী মায়ের সন্ধান পেল।

সারো ব্রাইয়ারলি নামের এই ব্যক্তির বড় ভাই ভারতের খান্দোওয়া শহরে রেলে কাজ করতেন। সারো’র বয়স যখন ছিল পাঁচ বছর, তখন মাত্র নয় বছর বয়স ছিল তার ভাইয়ের। একদিন ভাইকে সাহায্য করতে রেলে গিয়েছিলেন সারো।


সেখানে চলন্ত ট্রেনে ঘুমিয়ে পড়েন তিনি। তার ঘুম ভাঙে কলকাতায়, খান্দোওয়া থেকে প্রায় ১৪৮৭ কিলোমিটার দূরে। ছোট্ট বালক আর পথ চিনে বাসায় ফিরতে পারেনি, এভাবেই শৈশবে হারিয়ে যান ব্রাইয়ারলি। বড় হবার পরে তার মাথায় আসে গুগলে খুঁজে বের করা্র ব্যাপারটি। তারপর গত চার বছর তিনি তার বাবা-মা আর এলাকা সম্পর্কে গুগলে তথ্য খুঁজেছেন।
খুব একটা মনে না থাকলেও নিজের শহর সম্পর্কে যতটুকু তথ্য স্মৃতিতে ছিল, তা নিয়েই অনুসন্ধান চালিয়ে গেছেন তিনি। অবশেষে তিনি সফল হলেন এবং গুগল আর্থের মাধ্যমে ফিরে পেলেন মা , পরিবার এবং নিজের শহর।