একাদশ শ্রেনীতে ভর্তি টেলিটকে অনলাইনে....

শুরু হয়েছে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম। এবার কলেজগুলো অনলাইনে ভর্তি নেবার সিদ্ধান্ত নিয়েছে। ভর্তির জন্য আবেদন করতে হবে টেলিটকের প্রি-পেইড মোবাইল ফোন ব্যবহার করে। প্রিয় টেকের পাঠকদের সুবিধার্থে আবেদন করার নিয়মগুলো তুলে ধরা হলো।

প্রথমে আপনার মোবাইল Message অপশনে গিয়ে CAD কাঙ্ক্ষিত কলেজের EIIN কাঙ্ক্ষিত গ্রুপের নামের প্রথম অক্ষর এসএসসি/সমমানের পরীক্ষা পাসের বোর্ডের নামের প্রথম তিন অক্ষররোল নম্বর এসএসসি/সমমান পরীক্ষা পাসের সনশিফটের নামভার্সনকোটার নাম লিখে Send করতে হবে 16222 নম্বরে।

উদাহরণ : CAD 696954 S DHA 123456 2012 MFQ (এখানে 696954 কাঙ্ক্ষিত কলেজের EIIN, S কাঙ্ক্ষিত গ্রুপের নামের প্রথম অক্ষর, DHA - এসএসসি পরীক্ষার পাসের বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, 123456 আবেদনকারীর এসএসসি/ সমমানের পরীক্ষা পাশের রোল নম্বর, এসএসসি/ সমমানের পরীক্ষা পাসের সন ২০১২, M শিফটের নামের প্রথম অক্ষর, B মাধ্যম এর প্রথম অক্ষর, FQ মুক্তিযোদ্ধা কোটা।

ভর্তিচ্ছু গ্রুপের ক্ষেত্রে : বিজ্ঞান এর জন্য S, ব্যবসা শিক্ষা এর জন্য B, গার্হস্থ্য অর্থনীতির এর জন্য E, ইসলাম শিক্ষা এর জন্য I লিখতে হবে।

মাধ্যমের ক্ষেত্রে : বাংলা মাধ্যমের ক্ষেত্রে B, ইংরেজি মাধ্যমের জন্য E লিখতে হবে।

শিফটের ক্ষেত্রে : সকালের জন্য M, দিনের জন্য D, বিকেলের জন্য E, এবং আবেদনকৃত কলেজে যদি কোন শিফট না থাকে তবে N লিখতে হবে।

কোটার ক্ষেত্রে : মুক্তিযোদ্ধা কোটার জন্য FQ এবং শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় অধীনস্থ দপ্তরসমূহ, স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মচারী ও প্রতিষ্ঠানের গভর্নিং বডির সন্তানদের কোটার জন্য FQ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্তৃক ঘোষিত বিশেষ কোটার জন্য SQ লিখতে হবে। কোন শিক্ষার্থী একাধিক কোটার আবেদন করার যোগ্যতা থাকলে কমা (,) দিয়ে একাধিক কোটার উল্লেখ্য করতে হবে। যেমন কোন শিক্ষার্থী মুক্তিযোদ্ধা এবং বিশেষ কোটায় আবেদনের যোগ্যতা থাকলে তাকে কোটার জন্য FQ,SQ লিখতে হবে। উল্লিখিত কোটার আওতাধীন না হলে কোটার অপশনে কিছু লেখার প্রয়োজন নেই।

কোন প্রতিষ্ঠানের একই সাথে স্কুল ও কলেজ শাখা চালু থাকলে ঐ প্রতিষ্ঠান হতে এসএসসি পাশকৃত সকল শিক্ষার্থী উক্ত ভর্তির জন্য এসএসএম এর মাধ্যমে আবেদন করতে পারবে।

ফিরতি এসএমএস এর আবেদনকারীর নাম, কলেজের EIIN গ্রুপের নাম এবং শিফটসহ ফী বাবদ কত টাকা কেটে নেয়া হবে, তা জানিয়ে একটি PIN প্রধান করা হবে। আবেদন সম্মত থাকলে Message অপশনে গিয়ে CAD Yes PIN Contact Number (নিজের ব্যবহৃত যে কোন মোবাইল অপারেটর এর নম্বর) লিখে Send করতে হবে 16222 নম্বরে।

শর্তাবলী :
১. এক জন আবেদনকারী একাধিক কলেজে/ একই কলেজের একাধিক গ্রুপে/ একই কলেজের একাধিক শিফটে আলাদা ভাবে আবেদন করতে পারবে, তবে প্রতিক্ষেত্রেই ফি বাবদ ১২০ টাকা কেটে নেয়া হবে।
২. এসএসএম এর মাধ্যমে ভর্তির আবেদন ০৬ জুন তারিখ রাত ১১. ৫৯ মিনিট পর্যন্ত করা যাবে।
৩. পুন:নিরীক্ষণের মাধ্যমে যাদের ফল পরিবর্তন হবে তাদের আবেদন গ্রহণের তারিখ ১৪ জুন পর্যন্ত। ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের মেধা ক্রম ১৭ জুন তারিখে এসএসএম, স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড/ওয়েবসাইট এবং www.educationboard.gov.bd এবং স্ব স্ব বোর্ডের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রম মন্ত্রণালয় ও বোর্ড প্রদত্ত নীতিমালা অনুসরণ করা হবে।

EIIN প্রাপ্তি : এসএমএস এর মাধ্যমে ভর্তির জন্য বোর্ড কর্তৃক নির্বাচিত কলেজসমূহের তালিকা ও EIIN সংশ্লিষ্ট কলেজ/ বোর্ড সমূহের ওয়েবসাইট এবং কলেজ ও বোর্ড সমূহ প্রদত্ত বিজ্ঞাপনের মাধ্যমে জানা যাবে।

এক দিনে ১৫ হাজার আবেদন জমা

একাদশ শ্রেণীর অনলাইনে ভর্তি শুরু দিন থেকে ব্যাপক সারা পাওয়া গেছে। প্রথম দিনে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শুধু অনলাইনে ১৫ হাজার আবেদন জমা পড়েছে।

যেসব কলেজে ৬০০ আসন আছে, এবার সেগুলোর বাধ্যতামূলকভাবে অনলাইনে ভর্তির কাজ করতে হচ্ছে। আর তিন শতাধিক আসন থাকা কলেজগুলোতেও সনাতন পদ্ধতির পাশাপাশি অনলাইনে আবেদন করা যাচ্ছে। বাকিগুলো সনাতন পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি করতে পারবে।

এবার শুধু ঢাকা বোর্ডের অধীন ১৫২টি কলেজে অনলাইনে ভর্তির কাজ চলছে। এর মধ্যে ৪২টি কলেজ ঢাকা মহানগরে অবস্থিত। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও আবেদনের পদ্ধতি দেওয়া আছে।

অনলাইনে ভর্তি জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মনজুরুল কবীর বলেন, অনলাইনে ভর্তির এই প্রক্রিয়া চালুর ফলে শিক্ষার্থীরা মেধা ও যোগ্যতার ভিত্তিতে ভর্তির সুযোগ পাবে।
তিনি জানান, আগামী ৬ জুন পর্যন্ত ভর্তির জন্য আবেদন বা বার্তা গ্রহণ করা হবে। তবে এসএসসির ফল পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে যাদের ফল পরিবর্তন হবে, তারা ভর্তির আবেদনের সময় পাবে আগামী ১৪ জুন পর্যন্ত। বিলম্ব ফি ছাড়া ২৮ জুন ও বিলম্ব ফিসহ ভর্তির শেষ সময় ১২ জুলাই। ক্লাস শুরু হবে ১ জুলাই থেকে। আগের মতোই জিপিএর ভিত্তিতে ভর্তি করা হবে। কোনো ভর্তি পরীক্ষা হবে না।

১২০ টাকা নির্ধারণ করা হয়েছে। কোনো ছাত্রছাত্রীর কাছ থেকে অনুমোদিত ফির অতিরিক্ত অর্থ গ্রহণ করা যাবে না এবং সব ফি রশিদের মাধ্যমে গ্রহণ করতে হবে। তবে কোনো কোনো অভিভাবক বলছেন, যেসব কলেজে অনলাইনে আবেদন নেওয়া হচ্ছে, সেগুলোতে মোবাইল ফোনের বার্তা খরচ ও বোর্ডের খরচের বাইরে কলেজের জন্য আলাদা খরচ নেয়া যৌক্তিক নয়। কারণ, অনলাইনে আবেদনের যাচাই-বাছাইয়ে কলেজগুলোর সেই অর্থে ভূমিকা থাকবে না। টেলিটকের সঙ্গে মিলে বোর্ড কর্তৃপক্ষ এই কাজটি করবে।