ওরাকল ড. ই.এফ.কড এর সুদীর্ঘ গবেষণার ফল। সি এবং জাভা ল্যাংগুয়েজ এর সমন্বয়ে ওরাকল ডেবলপ করা হয়েছে। ওরাকল কর্পোরেশন বর্তমানে একটি সর্ববৃহৎ ডেটাবেজ সফটওয়্যার নির্মাতা কোম্পানী। ওরাকল কোম্পানীর ডেটাবেজ প্রোগাম ওরাকল একটি সর্বাধিক শক্তিশালী ডেটাবেজ প্রোগ্রাম হিসেবে পৃথিবীর সর্বত্র ব্যবহৃত হচ্ছে। ওরাকল কোম্পানীর একটি প্রোডাক্ত যেখানে রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সার্পোট করে। ওরাকল কর্পোরেশন প্রথম কোম্পানী যারা বানিজ্যিকভাবে একটি রিয়েল রিলেশনাল ডেটাবেজ প্রোগাম বাজারে ছেড়েছে। ওরাকল সিস্টেম ডেটাবেজ কারনেলের সঙ্গে কানেক্ট করতে প্রসিডিউরাল এসকিউএল ল্যাংগুয়েজ ব্যবহার করছে।ফলে ডেটাবেজ প্রোগ্রম হিসেবে ওরাকল গুরত্বপূর্ণ ভূমিকা রাখছে। ওরাকলের প্রশাসনিক ব্যবস্থা অত্যন্ত মজবুত। তাছাড়া এর সিকউরিটি সিস্টেম বা নিরাপত্তা ব্যবস্থা খুবই শক্তিশালী। বর্তমানে ওরাকল ডেটাবেজ ডেভেলপারগণের নিকট একটি আদর্শ ডেটাবেজ প্রোগাম হিসেবে বিবেচিত।
বর্তমানে ওরাকলের সর্বশেষ ভার্সন 11g ব্যবহার করা হচ্ছে।এছাড়াও পূর্বের ভার্সন গুলোর মধ্যে ওরাকল 9i, 10g ইত্যাদি ভার্সন গুলো অন্যতম।