শার্ট চাই স্মার্ট....

shirt
ঈদ এবার গরমের সময়েই পড়ল। এখন তাই চাই হালকা পোশাক। ঈদে পাঞ্জাবি তো পরা হবেই। অনেকে আবার সারা বছর পরার জন্য এ সময় শার্ট কিনে রাখেন।
ছেলেদের ফরমাল শার্টের পছন্দের দেশীয় ব্র্যান্ড হচ্ছে ক্যাটস আই ও মনসুন রেইন। এবারের ক্যাটস আইয়ের ঈদ সংগ্রহে রয়েছে হেভি ওয়াশড সুতি শার্ট, যা বেশ আরামদায়ক। এর বৈচিত্র্যময় বোতাম ও প্রিন্ট শার্টে এনেছে ভিন্ন মাত্রা। এতে রয়েছে চেক, স্ট্রাইপ্ড ও এক রঙের শার্ট। যাঁরা একটু হালকা রং পছন্দ করেন, তাঁদের জন্য ক্যাটস আইয়ের রয়েছে ভিন্ন সংগ্রহ। এখানে এসব শার্টের দাম পড়বে ৯৫০ থেকে এক হাজার ২৫০ টাকা। ছেলেদের জন্য স্লিম ফিটফাট শার্টের দাম শুরু ৮০০ টাকা থেকে। আরামদায়ক শার্টের জন্য আর্টিস্টি কালেকশন সব সময় ছেলেদের পছন্দের ব্র্যান্ড। এবার দেশি ও বিদেশি উভয় ধরনের কাপড়ের শার্ট রয়েছে আর্টিস্টি কালেকশনে। আর্টিস্টি কালেকশনের শোরুমে গেলেই পাওয়া যাবে আর্টিস্টি কালেকশন, আর্টিস্টি গোল্ড ও আর্টিস্টি ইতালিয়ান বিভাগের শার্ট। প্রতিটি বিভাগের রয়েছে আলাদা বৈশিষ্ট্য ও রঙের বৈচিত্র্য। প্রায় তিন শর মতো রঙের বৈচিত্র্য রয়েছে শার্টগুলোতে। এসব শার্টের দাম পড়বে এক হাজার ৫৫০ থেকে তিন হাজার ২৫০ টাকা।
ওয়েস্টেকসে পাওয়া যাবে হালকা জমিনে গাঢ় রঙের বিভিন্ন স্ট্রাইপ শার্ট। আর সেই সঙ্গে রয়েছে বিভিন্ন রঙের চেক শার্ট। এসব চেকের মধ্যে রয়েছে জমিনে হালকা রং। বিভিন্ন ডিজাইনের এসব শার্টের দাম পড়বে ৯৫০ থেকে এক হাজার ৯০০ টাকা। ভিন্ন রকম ডিজাইনের কারণে তরুণদের মধ্যে মেনজ ক্লাব এখন বেশ জনপ্রিয়। বিভিন্ন ডিজাইনের ক্যাজুয়াল, অফিশিয়াল কিংবা শর্ট শার্ট রয়েছে ৯৫০ টাকার মধ্যে। টেক্সমার্টে ক্যাজুয়াল ও ফরমাল ধরনের শার্ট রয়েছে। আরামদায়ক কাপড়ে তৈরি শার্টগুলোতে যোগ করা হয়েছে নতুন নতুন ডিটেইলিং।
গরমে কৃত্রিম (সিনথেটিক) কিংবা পলিয়েস্টার মেশানো কাপড় বাদ দিয়ে পরা উচিত। গরমের সময় আরাম ও স্বস্তিদায়ক হচ্ছে সুতি, লিনেন, ফ্ল্যাক্স মিক্সড বা সিভিসি ধরনের কাপড়। এসব কাপড় ও রঙের শার্ট পাওয়া যাবে ইনফিনিটি, প্লাস পয়েন্ট, ট্রেন্ডজ, মেনজ ক্লাব, সিলসহ বিভিন্ন শোরুমে। ফুল হাতা ও হাফ হাতা শার্টের দাম পড়বে এক হাজার ২০০ টাকার মধ্যে। নানা ধরনের স্ট্রাইপ, চেক ও সেমিচায়নিজ ক্যাজুয়াল শার্টের বিশাল সংগ্রহ পাওয়া যাবে এই শোরুমগুলোতে।
বেশ কিছু একরঙা শার্টের সঙ্গে কিছু প্রিন্টের শার্টও পাওয়া যাবে এখানে। পাশাপাশি থাকবে ভিন্ন ধরনের কিছু স্ট্রাইপ শার্ট। এসব শার্টের দাম শুরু হয়েছে এক হাজার ১৫০ টাকা থেকে।
লা রিভ, ট্রেন্ডজ, অরভিস, ইয়েলোতে রয়েছে সাদা, লেবু, গোলাপি, হালকা নীল, হালকা সবুজ, চাপা সাদা, ঘিয়াসহ বিভিন্ন রঙের শার্ট। অফিশিয়াল এক্সিকিউটিভ ও ফ্যাশনেবল শার্টে রয়েছে কাট আর প্যাটার্নের বৈচিত্র্য। শার্ট যেখান থেকেই কিনুন, কিছু জিনিস অবশ্যই খেয়াল রাখা উচিত, তা হলো শার্ট যেন শরীরের সঙ্গে ভালোভাবে ফিট হয়। শার্টে চেহারার আসল সৌন্দর্য ফুটে ওঠে, তাই শার্ট যেন বেশি আঁটসাঁট বা ঢিলেঢালা না হয়, আর শার্টে কাঁধের ফিটিং যেন ঠিক থাকে। স্ট্রাইপ বা চেক—যে ধরনের শার্টই পছন্দ করুন, তা যেন খুব বেশি হিজিবিজি না হয়। এসব বিষয় মাথায় রেখে হালকা লাল কিংবা পেঁয়াজ রং অথবা উজ্জ্বল হলুদ, গাঢ় নীল রঙের শার্ট বা একরঙা, স্ট্রাইপ বা চেক—যেকোনো রকমের শার্টই পাওয়া যাবে মুনলাইট, রেক্স, আর্টিসান, একস্ট্যাসিসহ বিভিন্ন শোরুমে।
অনেকে আবার ক্যাজুয়াল শার্টও পরতে চান। সব সময় পরার জন্য দেশি সুতি কাপড়ের ক্যাজুয়াল শার্টই সেরা। গরমে প্রিন্টেড বা চেক কাপড়ের শার্ট আরামদায়ক। আর ধরনটা হবে হাওয়াই। এ শার্টের নিচের দুই পাশে অল্প খোলা থাকে এবং হাফ হাতার হয়। একটু ঢিলেঢালা শার্ট পরলে ঘামে কাপড় নষ্ট হবে না। হালকা রঙের কাপড় ব্যবহার করাই ভালো, যেমন—সাদা, হালকা বেগুনি। এ ধরনের শার্ট পাওয়া যাবে দেশি ফ্যাশন হাউসগুলো যেমন আড়ং, রঙ, কে ক্র্যাফট, অন্যমেলায়।