তথাকথিত আশেকে রাসুল, সুফী সম্রাট দেওয়ানবাগী:-গালি গালাজ নয়, চাই সচেতনতা।
মন্তব্য১# সে নাকি স্বপ্নে দেখেছে রাসুল সা. রওজায়ে আতহারে ময়লা আবর্জনায় শুয়ে আছেন (নাউজুবিল্লাহ) তারপরে সে নাকি তা পরিচ্ছন্ন করে দিয়েছে।
**রাসুল সা. কে কেউ স্বপ্নে খারাপ অবস্থায় দেখলে বুঝতে হবে তার ঈমান নষ্ট হয়ে গেছে।
মন্তব্য২# তাকে জিজ্ঞাসা করা হল আপনার উপর তো হজ্জ ফরজ, তো আপনি হজ্জ করেন না কেন? সে বলল: জিবরাঈল আমার ঘরে কা’বা শরীফ নিয়ে আসে এবং আমি ঘরে বসেই হজ্জ করি।
** এমনকি রাসুল সা. মদীনা থেকে মক্কায় গিয়ে হজ্জ করেছেন আর তিনি ঘরে বসেই হজ্জ করে ফেলেন।
** এমনকি রাসুল সা. মদীনা থেকে মক্কায় গিয়ে হজ্জ করেছেন আর তিনি ঘরে বসেই হজ্জ করে ফেলেন।
***এসব নিয়ে হৈচৈ হলে সাধারণ জনগণ বিরক্ত হন, কিন্তু বলুন এসব ব্যাপার কি সহ্য করা যায়?
***আল্লাহ জানেন এই অপরাধের কী শাস্তি হতে পারে, ইসলামের নাম বিক্রি করে তারা তাদের পেট চালাচ্ছে। একবার ওরশ হলে ৩০/৪০ লাখ উঠে যায়।
***আমরা সাধারণ জনগণ ইসলামের বেসিক জিনিসগুলো কেন জানি না? যাতে কোন ধর্ম ব্যবসায়ী আমাদের সরল বিশ্বাস নিয়ে কোন ব্যবসা করতে না পারে।
***আমি ঢালাওভাবে সবাইকে ভন্ড বলি না, শরীয়তের মূলনীতি অনুযায়ী শিরক, বিদআ’ত পা্ওয়া গেলে তাকে অবশ্যই বর্জন করতে হবে। শরীয়তের মূলনীতি অনুযায়ী কারো মাঝে শিরক বিদআ’ত না পাওয়া গেলে শুধু জেদের বশে তাকে ভন্ড বলা উচিত নয়। ইসলাম সবসময় ঠান্ডা মাথা ও সুস্থ চিন্তার পক্ষে।
*** এই পোস্টটি শেয়ার করে সচেতনতা সৃষ্টি করুন।
কৃতজ্ঞতায়ঃ আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাদের ভালোবাসেন (পেয়েজ)
_________________
কি নিচের এই চোর কে চিন্তে পেরেছেন।
______________

_________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________
পবিত্র জুমার গুরুত্ব সম্পর্কে জানতে কোরআন এবং হাদিস থেকে রেওয়ায়েত দিলাম।
হযরত আওস ইবনে আওস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ
“তোমাদের দিনগুলোর মধ্যে শুক্রবার শ্রেষ্ঠ দিন। এই দিন আল্লাহ তায়ালা হযরত আদমকে সৃষ্টি করেন, তাঁকে মৃত্যু দেন, ইসরাফীল আলাইহিস সালাম এই দিন শিংগায় ফুঁ দেবেন এবং এই দিন (শিংগার ধ্বনিতে) সকল প্রাণী অচেতন হয়ে যাবে। অতএব, এই দিন তোমরা আমার ওপর বেশি করে দরূদ পড়, কেননা জুমুয়ার দিন আমার ওপর তোমাদের দরূদ আমার কাছে পৌঁছানো হয়।
“তোমাদের দিনগুলোর মধ্যে শুক্রবার শ্রেষ্ঠ দিন। এই দিন আল্লাহ তায়ালা হযরত আদমকে সৃষ্টি করেন, তাঁকে মৃত্যু দেন, ইসরাফীল আলাইহিস সালাম এই দিন শিংগায় ফুঁ দেবেন এবং এই দিন (শিংগার ধ্বনিতে) সকল প্রাণী অচেতন হয়ে যাবে। অতএব, এই দিন তোমরা আমার ওপর বেশি করে দরূদ পড়, কেননা জুমুয়ার দিন আমার ওপর তোমাদের দরূদ আমার কাছে পৌঁছানো হয়।
উপস্থিত লোকেরা বললোঃ “মাটিতে আপনার হাড়গোড় মিশে যাওয়ার পর কীভাবে আপনার কাছে আমাদের দরূদ পাঠানো হবে। রাসূল (সা:) বললেনঃ আল্লাহ তায়ালা আমাদের দেহ খাওয়াকে মাটির ওপর হারাম করে দিয়েছেন।” [আবু দাউদ,নাসায়ী,ইবনে মাজাহ,ইবনে হাব্বান]
সূরা আল জুমায় ইরশাদ করা হয়েছে, ” যখন সালাতের জন্য জুমার দিবসে আহবান জানানো হয়, তখনই আল্লাহকে স্মরণের উদ্দেশ্যে চলে এসো এবং ব্যবসায়িক লেন্দেন বন্ধ করে দাও। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে।”
ছবিঃ আন্দরকিল্লা জামে মসজিদে নামাজ আদায়রত মুসল্লিবৃন্দ।

















