মোবাইলে FM রেকর্ডার নেই? এবার রেকর্ড করুন জাভা সফটওয়ার দিয়ে

বিসমিল্লাহির রাহমানির রাহিম।সবাই ইংরেজী নববর্ষের শুভেচ্ছা।এটাই আমার এ বছরের শেষ টিউন। আজকে আপনাদেরকে দুটি সফটওয়ারের সাথে পরিচয় করিয়ে দিবো যেগুলোর সাহায্যে আপনি মোবাইলে এফএম রেকর্ড করার ব্যাবস্থা না থাকলে এফ রেকর্ড করতে পারবেন। চলুন...

নোকিয়া সার্টিফিকেট সমস্যার সমাধান নিমিষেই!

আমি অনেক নোকিয়া ফ্রী অ্যাপ্লিকেশান ও গেমস সাইট হয়ে এসেছি, এবং সব জায়গাতেই একই সমস্যা, “certificate error!”; “Application from untrusted supplier!”  ইত্যাদি ইত্যাদি। আমরা যখন কোন un-signed অ্যাপ্লিকেশান ইন্সটল করি তখনই নোকিয়া ফোন গুলোতে এই ধরনের সমস্যা দেখা দেয়। সুতরাং, উপায় হল signed...

ইন্সটল করুন সব সফটয়্যার - হ্যাক s60v3/v5

  মোবাইলে কিছু সফটয়্যার ইন্সটল করার সময় দেখা যায় "Certificate error, Certificate Expired, Constrained by certificate" এ জাতীয় মেসেজ দেখায়। এ ধরনের সমস্যার কারণে অনেক সফটয়্যার কম্প্যাবলিটি থাকা সত্বেও ব্যবহার করা যায়না। মূলতঃ Unsigned সফটয়্যার গুলোতেই এধরনের সমস্যা হয়। সার্টিফিকেট দিয়ে এসব...